হাক্কানী দরুদ শরীফের ব্যাখ্যা, তাৎপর্য ও বিশ্লেষণ
হাক্কানী দরুদ শরীফের শব্দগুলো কোরআন ও হাদীসে কোন কোন জায়গায় উল্লেখ আছে তাহা নিম্নরুপ ঃ ব্যাখা ঃ আল্লাহুমা শব্দটি আল কোরআনে সূরা মায়িদার ১১৪নং আয়াতে, সূরা ইউনুসের ১০নং আয়াতে, সূরা যুমারের ৪৬নং আয়াতে, সূরা আল ইমরানের ২৬নং আয়াতে উল্লেখ আছে, এবং আলাহুমা শব্দটি দরুদে ইব্রাহীমের শুরুতে উল্লেখ আছে, ( মিশকাত শরীফ ১ম খন্ড ৮৬ পৃষ্ঠা, সূনানে নাসায়ী শরীফ ২য় খন্ড ২০ পৃষ্ঠা) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাল্লি ও সাল্লিম ঃ- আল কোরআনে সূরা আহযাবের ৫৬নং আয়াতে উল্লেখ আছে, সাল্লি ও সাল্লিম আর হাক্কানী দরুদ শরীফের শুরুতে সাল্লি ও সাল্লিম শব্দ উল্লেখ আছে, যাহা কোরআনের আয়াতের সাথে মিল পাওয়া যায় এবং নুজহাতুল মাজালেস গ্রন্থে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির দরুদ শরীফের এই শব্দগুলো উল্লেখ আছে ( শাইখুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া (রহঃ) লিখিত দরুদ শরীফের মাহাত্ম্য ১৩৫ পৃষ্ঠা ) এবং আল্লাহুমা সাল্লি ও সাল্লিম এ শব্দগুলো মোহাম্মদ ইবনে সূলাইমান আল জুজলী (রহঃ) লিখিত দালায়েলুর খায়রাত কিতাবে ৩১ পৃষ্ঠা উল্লেখ আছে। আল্লাহুমা সাল্লি ও সাল্লিম এর অর্থ -- হে আল্লাহ তোমার রহমত শান্তি অবতীর্ণ কর। ❇️ অ বারিক আলা আবদিকার রাসুলিল ক...