নতুন সিস্টেম কলেজে পড়ার
👩🏻🎓 উচ্চশিক্ষায় দেশজুড়ে, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে, ৪ বছরের ইন্ট্রিগ্রেটেড গ্রাজুয়েশন কোর্স। আসুন দেখেনি, নতুন এই ব্যাবস্থাপনা কেমন হতে চলেছে।
🔹২০২৩-২৪ সেশন থেকে যে চার বছরের ডিগ্রি কোর্স চালু হতে চলেছে। তার রূপ রেখা🔹
✔️1.এক বছর পড়লে -সার্টিফিকেট(দুটো সেমিস্টার)
✔️2.দুবছর পড়লে -Diploma(চারটে সমিস্টার)
✔️3.তিন বছর পড়লে-Bachelor’s degree. (ছটা সেমিস্টার)
✔️4.চার বছর পড়লেBachelor’s degree with honours or research(৮টা সমিস্টার)
✔️5.চতুর্থ বছরে রিসার্চ stream যারা নেবে তাদের Bachelor’s degree with (research ) বলা হবে৷
👉 প্রথম ৬ টা সেমিস্টারে 75% নং পেলেই তবে অনার্স পড়ার সুযোগ৷
🔸🔸🔸মাস্টার ডিগ্রি🔸🔸🔸
✔️1.চার বছর Bachelor's ডিগ্রি With research থাকলে এক বছরের Master’s degree programme
✔️2.যারা তিন বছরের Bachelor's ডিগ্রি করেছে তাদের জন্য দুবছরের Master Degree.যার মধ্যে শেষ বছর সম্পূর্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে হবে৷
👉 Phd করার জন্য Master’s degree বা চার বছরের4-year Bachelor’s degree with Research প্রয়োজন৷
👉 যে কোন সময়ে institution পরিবর্তন/একটা disciplinary area থেকে অন্যত্র যাওয়ার সুযোগ/নিজের পছন্দের বিষয় নেওয়া যাবে/Modes of learning চেঞ্জ করা যাবে৷
👉 Field practice/Laboratory work/activityWorkshop-based activitie/Practicum/Seminar/Internship onTaught courses/Studio activities/Community engagement and service উপর জোর দেওয়া হবে৷
👉 Lateral entry র সুযোগ থাকবে৷অর্থাৎ any time entry exit থাকছে। প্রত্যেক বছরে certificate course, diploma course, degree course এইভাবে থাকবে।
👉চার বছরের কোর্স কেবলমাত্র যারা higher studies এ যেতে চাইবে, তাদের জন্য।
👉যারা শুধু চাকরি পাওয়ার জন্য পড়তে চায়, তাদের জন্য এক,দুই বা তিন বছরের কোর্স ই আদর্শ।
👉Internship compulsory in 6th & 8th semester.
Comments
Post a Comment