প্রাথমিক_টেটঃ(সতর্ক বাণী)

🚨 #-2️⃣0️⃣2️⃣2️⃣👇
✪➤১)পরীক্ষা শুরু দুপুর ১২ টা, শেষ ২.৩০ টা ‼️ ☞২)প্রতি বেঞ্চে ৪ জন পরীক্ষার্থী ☞ ৩)এবারই প্রথম OMR sheet এর কপি বাড়িতে আনা যাবে। ☞ ৪)প্রশ্নপত্র বাড়িতে আনা যাবে। ☞ ৫)ধাতব গয়না পরিহার না করাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ মেটাল ডিটেক্টর থাকবে। অযথা হয়রানি বাড়বে! কোনো রকমেরই ব্যাগ,পেন্সিল বক্স,স্কুল গেটের বাইরে রেখে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে এবং কোনোরকমের ঘড়ি ⌚⏱️পড়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না!! ☞ ৬)স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রের আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সম্ভাবনা প্রবল। ☞ ৭)কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। ☞ ৮)ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং নেই! ☞ ৯) টেটের কোয়ালিফায়িং নম্বর কাস্টদের 82 এবং জেনারাল ক্যান্ডিডেটদের 90 ! ☞ ১০) টেট পরীক্ষার উপর কোনো স্থগিতাদেশ এখনো পর্যন্ত পড়ে নি,আর স্টে পড়ার সম্ভাবনা 99% নেই!তাই অযথা দুশ্চিন্তা না করে পড়াশোনা করুন মন দিয়ে! ✪➤ খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে পরীক্ষার মাসেই রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা প্রবল!

Comments