নবোদয় বিদ্যালয়ের টিচার রিক্রুটমেন্টের
প্রত্যাশামতই নবোদয় বিদ্যালয়ের টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসে গেছে। ৩ বছর পর, মহামারির পর এই নোটিফিকেশন অনেকের স্বপ্নকে যে আবারও জাগিয়ে তুলবে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এখানে কেউ চাকরি দেবেনা, চাকরি পেতে হবে। আর লিখিত পরীক্ষায় খুব ভালো করলে নিজেই নিজের চাকরিটা পেতে পারো যেহেতু এর ৮৫% যোগ হয় আর ইন্টার্ভিউ এর ১৫% মাত্র।
Ministry of Education এর অধীন ভারতের বৃহত্তম ও সর্বোৎকৃষ্ট আবাসিক স্কুল শৃঙ্খল জওহর নবোদয় বিদ্যালয় যা নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) নামে এক স্বশাসিত সংস্থার অধীনে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় এই বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে ৬৬০ টি অনুমোদিত বিদ্যালয়ের মধ্যে ৫৮৯ টি চালু রয়েছে। বাকী সব জেলাগুলিতে এই বিদ্যালয় চালুর জন্য ক্যাবিনেট কমিটি (CCEA) ২০১৬ সালে অনুমোদনও দিয়ে দিয়েছে! রাজনৈতিক মদতে Anti Hindi Movement এর জন্য তামিলনাড়ুতে JNV গঠন করা যায়নি। এখানে কিন্তু ইংরেজি ও হিন্দীর পাশাপাশি মাতৃভাষা চর্চারও সুযোগ আছে অর্থাৎ স্কুলগুলো ত্রিভাষা সূত্র মেনে চলে।
JNV,NPE'1986 এর অংশ এবং এই NVS সোসাইটি অ্যাক্ট'১৮৬০ অনুসারে নথিবদ্ধ। এই বিদ্যালয় গঠনের সিংহভাগ কৃতিত্ব তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয়ের। বিদ্যালয়গুলি ৮ টি রিজিওনাল অফিসের অন্তর্গত,সেগুলি হ'ল.....
ভূপাল,চণ্ডীগড়, হায়দ্রাবাদ,জয়পুর, লক্ষ্মৌ,পাটনা,পুনে ও শিলং।
এইসব স্কুল একাধারে যেমন কো-এডুকেশন ও আবাসিক ঠিক তেমনি সকল আর্থসামাজিক প্রেক্ষাপটের স্টুডেন্ট এখানে ফ্রিতে শিক্ষাগ্রহণের পাশাপাশি ফ্রিতেই থাকাখাওয়া সবকিছু পায়। কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি অলরাউন্ড ডেভেলপমেন্টের সবরকম সুব্যবস্থা রয়েছে।
এইসব স্কুল যেহেতু সম্পূর্ণ আবাসিক তাই টিচারদেরও হোস্টেলেই থাকতে হয়। আকর্ষণীয় কোয়ার্টারে ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে থাকা যায়। টিচাররা নিজে এবং দুটো পর্যন্ত সন্তান যারা ওই স্কুলে পড়বে তাদের জন্যও ফ্রিতে fooding এর ব্যবস্থা রয়েছে। তবে এইসব স্কুলে চাকরী করতে গেলে কঠোর পরিশ্রমের মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে। স্কুলটাইম বাদেও বিকেল, সন্ধ্যায় কোচিং, ভোরের প্যারেড বা হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। আবার সবসময় নিজের ইচ্ছে অনুযায়ী ছুটি নাও মিলতে পারে। তবে ১০% অতিরিক্ত স্যালারি পাবেন এই রেসিডেন্সিয়াল জবের জন্য।
আর একটা বিষয় এই যে, এখানে যেহেতু হোস্টেলেই সব টিচার ও স্টুডেন্টকে থাকতে হয় আর স্টুডেন্টরা বেশিরভাগই যেহেতু গরীব/রুরাল ফ্যামিলি থেকে আসে তাই কাজ করাটা অনেক সুবিধাজনক। যাইহোক, এবার সরাসরি আসা যাক...
A. #প্রিন্সিপালঃ
(Level-Level-12, initial basic-78800)
৫০% নম্বর সহ মাস্টার্স এবং বি.এড., জেনারেলদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর।
১. সেন্ট্রাল/স্টেট/অটোনমাস বডিতে কেউ যদি এই পোস্টে থাকেন (Level-12, initial basic-78800) তাহলে তার আলাদাভাবে এক্সপেরিয়েন্স লাগবেনা।
২. সেন্ট্রাল/স্টেট/অটোনমাস বডির স্কুলে কেউ যদি মিনিমাম ২ বছর ভাইস প্রিন্সিপাল/অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার (Level-10, initial basic-basic-56100) থাকেন আর এই পোস্ট ও PGT মিলিয়ে মোট ৭ বছর চাকরি করেন তারাও যোগ্য।
৩. ৮ বছর PGT (Level-8, initial basic-47600) হিসেবে থাকলেও তারা যোগ্য।
৪. কেউ যদি মোট ১৫ বছর PGT (Level-8, initial basic-47600) ও TGT (Level-7, initial basic-44900) হিসেবে চাকরি করেন তারাও যোগ্য।
৩ ঘন্টায় পরীক্ষা দিতে হবে ১৫০ নম্বরের প্রশ্নের। যার মধ্যে Reasoning & Numerical ability-10, General Awareness-20, Language Competency Test -20 (English-10, Hindi-10), Academic & Residential aspects-50, Administration & Finance -50 marks করে থাকবে।
B. #PGT:
(Level-8, initial basic-47600)
৫০% নম্বর সহ মাস্টার্স + B.Ed., জেনারেলদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর।
কম্পিউটার এর ক্ষেত্রে B.Ed. বাধ্যতামূলক নয় তবে প্রমোশনের ক্ষেত্রে বাধ্যতামূলক।
এক্ষেত্রেও ৩ ঘন্টায় ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে যার মধ্যে ২০ নম্বর কোয়ালিফাইং (প্রতি পার্টে ৪০%) বেসিসে ১০ নম্বর করে ইংরেজি ও হিন্দি।
এছাড়া বাকী ১৩০ নম্বরের মধ্যে General Awareness-10 , Reasoning Ability-20, Knowledge of ICT-10, Teaching Aptitude -10, Subject -80 নম্বরের করে থাকবে।
C. #TGT_Miscellaneous:
(Level-Level-7, initial basic-44900)
সংশ্লিষ্ট বিষয় এবং ওভার অল ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন+ B.Ed., CTET(paper-II).
তবে Art,Music,Librarian ও PET প্রভৃতির জন্য বি.এড বা CTET বাধ্যতামূলক নয়।
জেনারেলদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৩৫ বছর।
১. TGT(Math) এর ক্ষেত্রে-
ক) ম্যাথ অনার্সের প্রার্থীদের প্রথম দুবছর পাশে ফিজিক্স এবং কেমিস্ট্রি/ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/স্ট্যাটিস্টিকস থাকতে হবে।
খ) ম্যাথ,ফিজিক্স ও কেমিস্ট্রি/ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/স্ট্যাটিস্টিকস নিয়ে গ্র্যাজুয়েশন।
গ) আবার ফাইনাল ইয়ারে যাদের ৩ টে বিষয় গ্র্যাজুয়েশনে থাকেনা তাদের ফাইনাল ইয়ারে অবশ্যই ম্যাথ ও ফিজিক্স থাকতে হবে এবং প্রথম ২ বছর কেমিস্ট্রি/ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/স্ট্যাটিস্টিকস থাকতে হবে।
ঘ)ফিজিক্স ও কেমিস্ট্রি অনার্স ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন
২. TGT(Science) এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে Botany, Zoology, Chemistry থাকতেই হবে।
তার মানে ফিজিক্স/কেমিস্ট্রি অনার্স কেউই TGT পোস্টের জন্য যোগ্য নয়!
৩. টিজিটি হিন্দী ও ইংরেজির জন্য ওই সাব্জেক্টে গ্র্যাজুয়েশন হলেই চলবে।
৪. টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে অনার্স বা সাধারণ গ্র্যাজুয়েশন যাইই হোক না কেন তাতে ইতিহাস বা ভূগোলের যেকোন একটি তিনবছর পড়ে থাকতেই হবে এবং সাব্জেক্ট কম্বিনেশনে ইতিহাস বা ভূগোলের একটি অবশ্যই রেখে ইতিহাস,ভূগোল,ইকোনমিক্স ও পলসায়েন্সের মধ্যে আর ১টা সাব্জেক্ট নিতে হবে।
৩০ নম্বরের ল্যাঙ্গুয়েজ (বাংলা বা অন্য রিজিওনাল ,ইংরেজি,হিন্দী প্রত্যেকটিতে ১০ করে) এর কোয়ালিফাইং(৪০% আলাদা করে) টেস্ট হবে আর বাকী ১২০ নম্বরের মধ্যে-
General Awareness-10 , Reasoning Ability-Ability-10, Knowledge of ICT-10, Teaching Aptitude -10, Subject -80 নম্বর করে থাকবে।
PGT ও TGT উভয় ক্ষেত্রেই সাব্জেক্টের ৮০ নম্বরের মধ্যে Pedagogy, Understanding of Creative & Critical Teaching, NEP-2020 থেকে প্রশ্ন থাকবে। শুধুমাত্র PET(ফিজিক্যাল এডুকেশন) এর ক্ষেত্রে Khelo India , Fit India Program থেকে প্রশ্ন থাকবে।
#প্রস্তুতি -
জেনারেল অ্যাওয়ারনেস বাদে ল্যাঙ্গুয়েজ সহ বাকী জেনারেল পার্টের জন্য #সিটেট -এর বই, উপকারসের NVS recruitment part-I,আরিহান্ট,উপকারস, R.Gupta -র বই কাজে দেবে। NVS এর জন্য বইগুলো না পেলে KVS রিক্রুটমেন্টের জন্য বইগুলোও কাজে দেবে। যেহেতু প্যাটার্ন ও স্ট্যান্ডার্ড প্রায় একইরকম।
হিন্দী নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই পড়তে জানলে হয়ে যাবে বাংলার মতো। গ্রামার থাকে, বানান সংশোধন থাকে। আর উপরোক্ত বইগুলো কনসাল্ট করতে হবে। CTET এর বইয়ের হিন্দি পার্টটা খুব কাজে দেবে।
রিজনিং ও জেনারেল অ্যাওয়ারনেসের জন্য উপরোক্ত বইগুলো ছাড়াও আরিহান্টের আলাদা বই, মাসিক বা পাক্ষিক পত্রিকাগুলো ফলো করবেন।
কম্পিউটারের জন্য লুসেন্টের ছোট বই দেখতে পারো।
সাব্জেক্টের জন্য Strictly NCERT এর বইগুলো খুঁটিয়ে পড়ুন, আর কিছু লাগবে না। Arihant, R.Gupta, Upkars ও ফলো করতে পারো।
বিগত সালের প্রশ্নগুলো তা NVS বা KVS যা পাওয়া যাক না কেন সলভ করতেই হবে এবং যে যে জায়গা থেকে প্রশ্ন এসেছে সেইসব জায়গায় ভালো করে বুৎপত্তি অর্জন করতে হবে
#ইন্টার্ভিউ...
কম্পিউটার বেসড টেস্ট (CBT) হবে এবং এবারে নেগেটিভ মার্কিং( ১/৪) থাকবে।
সেই নম্বরের উপর ভিত্তি কতে ইন্টার্ভিউতে প্রার্থীদের ডাকা হবে।
ইন্টার্ভিউ ওদের নয়ডার হেড অফিসে হয় বা NLI গুলোতে।
ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি ইন্টার্ভিউ বোর্ডে ৫ জন ছিলেন,একটাই বোর্ড। সাব্জেক্ট ছাড়াও MHRD মিনিস্টারের নাম, নভোদয়ের মোটো, নবোদয়ে কাজের প্যাটার্ন সম্বন্ধে অবগত কিনা, হোস্টেলে থেকে(দলে থেকের মতোই) কাজ করতে কোন অসুবিধা হবে কিনা বা পোস্টিং দূরে দিলে অসুবিধা হবে কিনা ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। ডেমো না নিলেও একটা টপিক কীভাবে পড়ানো শুরু করবো সেই টপিকটা(হাইব্রিডাইজেশন) দিয়েই বলেছিল। তবে এখন ইন্টার্ভিউয়ের সঙ্গে সঙ্গে বা আগেও অনেকের ডেমো নিয়েছে কেভি স্টাইলে। এবারে কিন্তু NEP-2020 ইন্টার্ভিউয়ের জন্যও খুব গুরুত্বপূর্ণ।
ওদের স্কুলে চাকরী করার অভিজ্ঞতা না থাকলে ওরা কোন এক্সপেরিয়েন্স সার্টিফিকেটকে গুরুত্ব দেয়না। আসলে ওতে নম্বর নেই, আছে শুধু দরদ!
ডিগ্রি বা সার্টিফিকেট সম্পূর্ণ থাকতে হবে ২২ শে জুলাইয়ের মধ্যে, appearing হলে হবেনা।
Eligibility তে নম্বরের কোন ছাড় নেই রিজার্ভড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে,ছাড় শুধুই বয়সে।
#পোস্টিং_ও_নিয়োগ..
লিখিত বা CBT এর নম্বর ও ইন্টার্ভিউ এর নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট হয়।
মেরিট লিস্ট প্রকাশের নির্দিষ্ট জোনাল অফিসে ভেরিফিকেশন ও রিপোর্টিং এ যেতে হয়। ইন্টার্ভিউ এর সময় জোন চয়েস করতে হয়। এরপর অ্যাপয়েন্টমেন্ট লেটার এলে ২ কপি ক্যারেকটার সার্টিফিকেট,কাস্ট সার্টিফিকেট, মেডিক্যাল অফিসারের কাছে ফিট সার্টিফিকেট, ও অ্যাটেসটেশন ফর্ম পূরণ করে নিয়ে গিয়েই জয়েন করতে পারবেন। পুলিশ ভেরিফিকেশন পরে হয়। লোয়ার স্কেল থেকে পরীক্ষার আগে পারমিশন ও ইন্টার্ভিউ -এর সময় NOC জমা দিলে আর বাকী ফর্মালিটিজ পূরণ করলে লিয়েন ও পাবেন।
তবে পুরুষ প্রার্থীরা প্রথম পোস্টিং কিন্তু নিজের রাজ্যে পাবেনই না!
#মাধ্যম...
প্রশ্নপত্র শুধুমাত্র হিন্দী ও ইংরেজিতে হবে। তবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের প্রশ্ন শুধুমাত্র সেই ভাষাতেই হবে।
#স্যালারী_ও_অন্যান্য_সুবিধা..
১.#প্রিন্সিপাল,লেভেল-১২, বেসিক-৭৮৮০০/- + DA
#পিজিটি,লেভেল-৮,বেসিক-৪৭৬০০/- +DA
#টিজিটি,লেভেল-৭,বেসিক-৪৪৯০০/-+DA
#এখানে কোন PRT পোস্ট নেই, ক্লাসই আছে ৬ষ্ঠ শ্রেণী থেকে।
২.কোয়ার্টারে থাকতেই হবে তাই HRA নেই।
৩. TA পাবেন।
৪. ১০% এক্সট্রা অ্যালাউন্স পাবেন আবাসিকের জন্য।
৫. LTC
৬. ২ জন সন্তান পর্যন্ত ওইস্কুলে পড়াশোনার সুবিধা এবং নিজের ও তাদের ফ্রি ফুডিং।
৭. অন্যস্কুলে পড়ালে কেন্দ্রীয় সরকারের স্কিম অনুযায়ী স্কুল ফিজ ও বুক গ্র্যান্ট।
৮. দুর্দান্ত কোয়ার্টার।
#Demerits...
১. বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং।
২. চাইলেই ছুটি পাবেন না।
৩. প্রায় ২৪ ঘন্টাই অনডিউটি।
৪. এমনও হতে পারে আপনি ও সন্তান ফ্রিতে খাচ্ছেন হোস্টেলে কিন্তু আপনার বেটার হাফের জন্য ওভেন ধর্মঘট করতে পারবে না!
প্রত্যেকটা পোস্টেই ডিপার্টমেন্টাল প্রমোশন আছে যদি শিক্ষাগত যোগ্যতা যথাযথ হয় ,তাছাড়াও MACPS আছে। আর আছে পরীক্ষা দিয়ে উচ্চতর পোস্টে(যেমন প্রিন্সিপ্যাল /ভাইস প্রিন্সিপ্যাল) যাওয়ার সুযোগ।
যাদের স্পাউস চাকরি করেন তারা কিছুদিন পর প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করলে ১০০ কি.মি.- এর মধ্যে পোস্টিংও পেতে পারেন।
#শেষকথা..
দেবো, দেখি কী হয় না করে ভালো করে দিতে হবে, পাওয়ার মতো করে দিতে হবে। সেজন্য ফাঁকফোকর না রেখেই প্রস্তুতি নিতে হবে। তবে বাড়ি থেকে দূরে থাকা,হার্ডওয়ার্ককে মেনে নিতে হবে। ফাঁকিবাজি মানসিকতা রাখা চলবে না! মনে রাখতে এই কয়েক বছরে নিয়োগ না হওয়াতে, মহামারির কারনে বেশিরভাগই পড়াশোনার অবস্থায় নেই,তাই আগে সাব্জেক্টটা শেষ করবে!
আশাকরি, সর্বভারতীয় টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে দৈন্যদশা, সেইচিত্রটা এবার বদলাতে থাকবে আর সেইসাথে বদলাবে সুযোগের অভাবে কিছুজনের টিচার হওয়ার স্বপ্নের শুখা নদীর। হ্যাঁ, এমন কিছুজনকে জানি যারা নিরাশায় ডুবে থেকেও পরীক্ষা দিয়ে কিছুদিনের মধ্যে এইসব স্কুলে চাকরি পেয়েছে। হ্যাঁ, বিজ্ঞাপনের জন্য অপেক্ষা না করে এখন থেকেই শুরু করে দিতে হবে। খেলতে হবে, এখানেও "খেলা হবে!"
তাই, নিজের এবিলিটি আগে (-) থেকে ০ করো তাড়াতাড়ি, (+) হতে বেশিক্ষণ লাগবেনা। হাতে সময় খুব কম, ঝাঁপিয়ে পড়ো বন্ধু।
(কোন সাব্জেক্টে কতগুলো পোস্ট তা বিজ্ঞাপন থেকে জেনে নাও। এবারের এমপ্লয়মেন্ট নিউজটাও দেখতে পারো। NEP-2020 নিয়ে আমার পূর্ণাঙ্গ লেখা আছে। আর কোচিং নিতে যেও না, নিজে পড়ো। KVS,NVS,SS এগুলো ক্র্যাক যারা করে তারা এসবেএ কোচিং দেয়না, আর যারা দেয় তারা এসব ক্র্যাক করেননা বেশিরভাগই)
Comments
Post a Comment