WBCS Prelims 2022(English –এর ব্যাখ্যাসহ বিস্তারিত সমাধান)

 


WBCS Prelims 2022


১. Obstetrician কাকে বলা হয়?


একটু চারদিকে চোখ কান খোলা রাখলেই এটার উত্তর করা যাবে। যিনি গর্ভবতী মহিলার চিকিৎসা করেন। 


বাকি অপশন গুলো দেখে নেওয়া যাক। বাচ্চাদের চিকিৎসককে বলা হয় pediatrician। লিভার, গল্বলাডার ইত্যাদির স্পেশালিষ্টকে বলা হয় Hepatologist। hepar মানে হল লিভার। নার্ভের ডাক্তারকে বলা হয় Neurologist, এটা মোটামুটি সবাই জানি। 


২. Atrocity-র প্রতিশব্দ জানতে চাওয়া হয়েছে। 


Atrocity শব্দটা যারা খবরের কাগজ পড়ে থাকো বা যারা ডেস্ক্রিপ্টিভ রাইটিং প্র্যাক্টিস করো, তারা বহুবার শুনে থাকবে, যেমন Atrocities against women ইত্যাদি। এর মানে হল নিষ্ঠুরতা বা cruelty। বাকি অপশনগুলো দেখা যাক।


 Solidarity মানে সবাই জানি একতা। Pity এবং punctuality ও খুব পরিচিত শব্দ। 


৩. Creature having both male and female organs


এখানে homosexual শব্দটা ইচ্ছে করেই বোধহয় দেওয়া অপশনে ফাঁদে ফেলার জন্য। কারণ, প্রশ্নকর্তা জানেন যে, homosexuality নিয়ে বেশিরভাগের মধ্যেই ধারণা নেই। Homosexual হল সে যে সমলিঙ্গের মানুষের প্রতি শারীরিক বা মানসিকভাবে আকৃষ্ট। তার male এবং female organ দুটোই থাকবে এমনটা নয়। 


Sodomite শব্দটা বাইবেলে ব্যবহৃত হয়েছিল সমকামীদের নিকৃষ্ট হিসাবে দেখানোর জন্য। সমলিঙ্গের মানুষের সাথে oral or a*nal in*tercourse এ আসক্ত ব্যক্তিকে বলা হয়েছে sodomite। Masochist is one who loves to be hurt during se*x। সুতরাং, hermaphrodite হবে সঠিক উত্তর। 


৪. Rehearsal হল সঠিক বানান। অতিরিক্ত c, e, a, s যুক্ত শব্দগুলোই বারবার আসে। 


৫. ‘Adjective’ শব্দটা নিজে কোন পার্টস অফ স্পীচ?


দারুণ প্রশ্ন! যেমন আমরা ছোটবেলায় মজা করে করতাম Change the Voice –এর ভয়েস চেঞ্জ করো। Noun, Pronoun, Adjective, Verb এগুলো সবই এক একটা করে head, বা বিষয়ের নাম। সুতরাং এগুলো এক একটা noun। 


৬. She has no control ____ her temper.(Preposition)


কোনও কিছুর উপর control করার প্রসঙ্গ এলে over হবে। 


৭. Covert –এর প্রতিশব্দ চাওয়া হয়েছে। 


ট্রিক হল, মানে জানা নেই অথচ attempt করতেই হবে, এমন হলে প্রথমেই কাছাকাছি উচ্চারণ ও বানানযুক্ত অপশন বাদ দিতে হবে। তাই এখানে revert আর desert বাদ চলে যাবে। এখন covert এসেছে cover থেকে, অর্থাৎ কোনও কিছু আড়াল করে রাখা। তাই secret হবে সঠিক উত্তর। 


বিঃদ্রঃ এটা খুবই lame trick। সঠিক ব্যবহার জানতে অনেক প্র্যাক্টিশ করতে হবে। প্র্যাক্টিশ না থাকলে নিজের রিস্কে ব্যবহার করবে। 


৮. I like _____ pictures. 


Gerund দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। Gerund, Participle ইত্যাদি হল ভীষণ কনফিউশনের জায়গা। সংক্ষেপে বলি, Gerund হল present participle বা ing যুক্ত verb যা noun বা noun phrase এর অংশ হিসাবে কাজ করে। সুতরাং painting হবে সঠিক উত্তর। কারণ, painting picture হল noun phrase। 


কারোর gerund, participle, infinitive, finite, non-finite এসব বিস্তারিত জানার ইচ্ছে হলে কমেন্টে জানিও। একটা এক ঘণ্টার ভিডিওর লিঙ্ক দিয়ে দেব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 


৯. Forgo –এর বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে।


আগের ট্রিক অনুযায়ী undergo প্রথমেই বাদ। এবার forgo মানে হল জানে ভি দো ইয়ারো! 😅 মানে কিছু ছেড়ে দেওয়া। বিপরীত শব্দ হবে claim করা, অর্থাৎ দাবি করা, কিছু ছেড়ে না দেওয়া। 


১০. Philanthropist খুব কমন একটা শব্দ। এর মানে হল, মানবদরদী। অর্থাৎ, Humanitarian।


১১. Do or die কী ধরণের বাক্য?


 এটা একদিকে imperative sentence, অর্থাৎ আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় যে বাক্য। কিন্তু সেটা অপশনে নেই, আছে exclamatory। সুতরাং ওটা হবেনা।  


এবার দেখতে হবে এটা simple, complex না compound sentence। প্রদত্ত বাক্যে দুইদিকে কলাগাছ মাঝখানে মহারাজ আছে। অর্থাৎ, or হল একটা linker আর দুইদিকে দুটো coordinate clause আছে। একটা হল (You) do, আরেকটা হল (you) die। সুতরাং, এটা একটা compound sentence। 


১২. One who talks continuously –এর one word substitution চাওয়া হয়েছে। 


Loqui মানে হল কথা বলা। যেমন soliloquy, colloquy ইত্যাদি। যে খুব বেশি কথা বলে, সে হল loquacious। 


অন্য অপশনগুলো দেখা যাক। voracious হল যার অল্পেতে সাধ মেটেনা। impecunious হল ‘ভাই খাওয়া’, ‘আমার কাছে টাকা নেই’ কেস। avaricious হল অতিরিক্ত লোভ যার আছে।  


১৩. Adore –এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে।


Adore (এডোর) শব্দটাকে একটু বাংলার মতো করে পড়লে হয় ‘আদর’। মানে ওই ভালবাসা ইত্যাদি আরকি। এর বিপরীত শব্দ হল ঘৃণা করা (hate)।


১৪. Alumni হল এখানে একমাত্র plural শব্দ।


 যেমন স্কুল বা কলেজের alumni association হয় আরকি। অর্থাৎ অনেকজন alumnus (singular) বা প্রাক্তনী নিয়ে হয় alumni (plural) association।


Index (singular)- indices (plural)

Hypothesis (singular) – hypotheses (plural)

Analysis (singular)- analyses (plural)


১৫. He spends hours ____ the phone everyday. (preposition)


এখানে with মনে হতে পারে অনেকের। কিন্তু ফোন কোনও মানুষ নয়, তাই তার ‘সাথে’ সময় কাটানোটা একটু বেমানান। সঠিক উত্তর হবে on।


১৬. He works ______ an insurance company.


Preposition বসাতে হবে। কোনও কোম্পানিতে বা প্রতিষ্ঠানে কাজ করা বোঝালে সাধারণভাবে at ব্যবহার করা হয়। তবে for ও যে ব্যবহার হয় না তা নয়। কোনও কোম্পানিতে temporary engagement এ বা কোথাও কোম্পানির হয়ে কোনও কাজে গিয়ে পরিচয় দেওয়ার সময় work for IBM বলাই যায়। আবার কোনও কোম্পানির সাথে tie up এ কাজ করলে work with বলা যায়। কাজের বিষয় বললে work in ব্যবহার করা হয়। যেমন He works in medicine। তবে এই উত্তর নিয়ে অনেক বিতর্ক আসবে। 


১৭. I have done my duty. –এটা অবশ্যই Present Perfect Tense। কারণ, have + V3 আছে। 


১৮. A slap on the wrist –এর মানে হল হাতে আলতো করে মারা, মানে ওই ঢং করে মারা আরকি। A very mild punishment।


১৯. What are you worrying about? (for নয়) 


২০. It has been established that although a great scientist, Einstein was weak in arithmetic right from his school days. 


অনেকে উৎসাহের আতিশয্যে Einstein দিয়ে বাক্যাংশটা প্রথমে করে দিয়ে শেষে although দিয়ে শুরু হওয়া adverb phrase টা বসিয়ে দিয়ে এসেছ নিশ্চয়ই। কিন্তু although দিয়ে শুরু হওয়া adverb phrase বা adverb clause সাধারণভাবে subject –এর আগে বসানোই বাঞ্ছনীয়। 


২১. Who has done the work? –এর passive voice চাওয়া হয়েছে। 


যাদের প্রশ্নবোধক বাক্যের passive voice করতে অসুবিধা হয়, একটা কাজ করতে পারো। তিনটে স্টেপ ফলো করতে পারো। প্রথমে প্রশ্নবোধক বাক্যটাকে assertive sentence –এ পাল্টে নাও। অর্থাৎ, (Who/ Someone) has done the work. এবার এর voice change করো। অর্থাৎ, The work has been done by (someone/ whom). এবার এটাকে আবার interrogative –এ পাল্টে নাও। মানে শুধু সাবজেক্ট টাকে verb এর আগে নিয়ে এস। অর্থাৎ, By whom has the work been done? 


২২. Ram and his brothers were four in number. (Numbers নয়, কারণ রামেরা ভাই অনেকগুলো অর্থাৎ প্লুরাল হলেও চার সংখ্যাটা একটাই সংখ্যা, অর্থাৎ সিঙ্গুলার, তাই number হবে।) 


২৩. He died ____ dengue.


Suffered থাকলে from হয়, died থাকলে of হয়।

 

২৪. Tolerance এর phrasal verb হল bear with।


সব পরীক্ষাতেই preposition –এ এরকম কিছু phrasal verb পাওয়া যাবে। বইয়ের কয়েকশ’ phrasal verb এর থেকে একটু ঝারাইবাছাই করে ৪০-৫০ টা মতো মুখস্থ করে রাখলেই পরীক্ষায় অসুবিধা হবেনা। 


২৫. They finally agreed on the business deal. 


See eye to eye মানে হল চোখে চোখ, হাতে হাত! মানে কোনও কিছুতে agree হওয়া। তাই এটা হবে সঠিক উত্তর। 


Let the cat out of the bag মানে হল ঝুলি থেকে বিড়াল বেরনো। মানে রহস্য ফাঁস হওয়া। to feel under the weather মানে হল অসুস্থ বোধ করা। Cut the corner হল হুটোপাটি করা। এরকম বহুল ব্যবহৃত কিছু idiom ঝারাইবাছাই করে মুখস্থ করে নিলে ভুল হবে না কোনও পরীক্ষায়। 






Comments