পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে (৬-১২) শিক্ষক নিয়োগ নতুন বিধি 2021-2022

 পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে (৬-১২) শিক্ষক নিয়োগ নতুন বিধি 2021-2022



১.. এইবারে পরীক্ষা তে কোন ইন্টারভিউ নেই


২..থাকবে না কোন কম্বাইন মেরিট লিস্ট


৩..থাকবে না একাডেমিক স্কোর


৪.. চাকরি হবে লিখিত পরীক্ষা স্কোর এবং ক্যাটাগরীতে


এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে ৫ টা গ্ৰুপে,এগুলি হলো


Group A- 6-8

Group B- 9-10

Group C- 11-12

Group D- work education

Group E- Physical education


Group A-(6-8)


শিক্ষক হবার যোগ্যতা- Graduate +B.ed / Graduate + D.el.ed


Exam Pattern - প্রথমে হবে টেট ১৫০ এনসিটিই নিয়মে শিশু শিক্ষা বাংলা ইংরেজি কমন এর সাথে আটস এর শিক্ষক রা ইতিহাস ভুগোল পলিটিকাল সায়েন্সেস এর ৬০ নং এবং সাইন্সের শিক্ষক রা গনিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে ৬০ নম্বর পরীক্ষা দেবেন


এরপর হবে মেইন পরীক্ষা, এখানে বাংলা (৫০) ইংরেজি (৫০) নিজের বিষয়ে যেটাতে শিক্ষক হবেন তাতে (১০০) নং পরীক্ষা, এখানে বাংলা ইংরেজি হবে Comprehension & Composition,অর্থাৎ উত্তর লিখতে হবে.. এখানে থাকবে


Unseen,Writing ,Grammar..


নিজের সাবজেক্ট এ ২,৩ নং এর প্রশ্ন থাকার সম্ভাবনা


এগুলো অফিসিয়াল নোটিফিকেশান হলেই সরকার জানিয়ে দেবে


তবে প্রিলিমিনারি/টেট পাশ হলেই তবে মেইন এর খাতা দেখা হবে


Pay Scale- 33400-86100/-


Group B-(9-10)


শিক্ষক হবার যোগ্যতা-Graduate + B.ed


Exam pattern- প্রথমে হবে Preliminary Test 150 থাকবে খুব সম্ভবত কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগ ধাঁচে এটা করা হয়েছে-


**( ৯-১২) & কর্মশিক্ষা শারীর শিক্ষা তে কিনতু Preliminary পরীক্ষা সিলেবাস এক...


Preliminary Syllabus-(9-12 & Work education & Physical education)


ইংরেজি-১৫

গনিত-৪০

বাংলা-১৫

জেনারেল নলেজ-৪০

টিচিং মেথডলজি-৪০


এখানেও প্রিলি পাশ করতে হবে তবে মেইন এর খাতা দেখা হবে


মেইন পরীক্ষা উপরের আপার প্রাইমারির মত প্যাটান..


বেতন- 33400-86100/-


Group C(11-12)


শিক্ষক হবার যোগ্যতা- Master degree+ B.ed


Exam pattern- উপরের (৯-১০) এর Preliminary exam er syllabus


এরপর মেইন পরীক্ষা তেও এক প্যাটান সাবজেক্ট এ সিলেবাস হয়ত কিছু বেশি হতে পারে


Pay Scale- 42600-109800/-


Group C- (Work Education)


শিক্ষক হবার যোগ্যতা- work education বিষয়ে ডিগ্ৰি / ডিপ্লোমা


Exam Pattern- Preliminary 150 marks ,যেমন (৯-১২) এ আছে


পাশ করলে মেইন এর খাতা দেখা হবে মেইন ও এক প্যাটান শুধু সাবজেক্ট Work education


Pay Scale- 33400-86100/-


Group E- (Physical Education)


শিক্ষক হবার যোগ্যতা- BPED


Exam Pattern- Preliminary 150 marks যেমন আগের গুলোতে বলা আছে


পাশ করলে মেইন এর খাতা দেখা হবে ,মেইন পরীক্ষা এক প্যাটান যেমন কর্মশিক্ষা (৬-১২) এর জন্যই আছে,সাবজেক্ট হবে শারীর শিক্ষা


Pay Scale- 33400-86100/-



তথাগত

Comments