ময়না সার্কেল, পূর্ব মেদিনীপুর। এটি পড়ুন, বিষয় টা পরিষ্কার হবে।
👇👇👇👇👇
*যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ 2012 সালে TET পরীক্ষা দিয়ে ময়না চক্রে 2014 সালে ফার্স্ট জয়নিং করেছেন এবং 2014 সালে TET পরীক্ষা দিয়ে 2017 থেকে 2022 পর্যন্ত যারা ফার্স্ট জইনিং করেছেন , সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আগামীকাল DPSC প্রদত্ত ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় নথি চক্র অফিসে সেকেন্ড হালফ এ জমা করবেন।*
*নোট: 2017 সালের ফার্স্ট joining ক্যান্ডিডেট গুলো অলরেডী documents জমা করেছেন। তাদের কোনো হার্ড কপি জমা করার দরকার নেই, কিন্তু ফরম্যাট অনুযায়ী কিছু তথ্য আপনাদের কাছ থেকে নেওয়া হবে, তাই আপনারা ও অফিসে যোগাযোগ করবেন।*
*প্রয়োজনে গুগল ফরম্যাট গ্রুপে দেওয়া হবে।।*
Comments
Post a Comment