SSC-র শিক্ষক নিয়োগে নিয়ম বদল*:-
(সম্ভাব্য) : *SSC-র শিক্ষক নিয়োগে নিয়ম বদল*:-
1. নেট, সেটের ধাঁচে থাকছে প্রশ্ন,
2. ২০০ নম্বরের পরীক্ষা হবে পুরোটাই OMR এ ।(PT- ১০০ MCQ ও Subject -১০০ MCQ)
3. ইন্টারভিউ ফিরিয়ে আনা হচ্ছে, তবে ইন্টারভিউ তে বরাদ্দ নম্বর অনেক কমছে।
4. পরিবর্তন হচ্ছে কাউন্সিলিং এর নিয়ম।
এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে।
5. News 18 Bangla-র খবর অনুযায়ী
৯-১০ এ শূন্যপদ ১৪ হাজার, ১১-১২ তে শূন্যপদ ৬ হাজার।
১) এডুকেশন এর উপর প্রশ্ন থাকবে
২) ইংরেজি একটা আনসিন দিলো, সেখান থেকে কয়েকটা প্রশ্ন দিল (ব্রেন্সস্ট্রমিং)
৩) জেনারেল নলেজ ( ইতিহাস, ভূগোল( পশ্চিমবঙ্গ স্পেশালি), ইন্ডিয়ান পলিটি( বেসিক), জেনারেল সায়েন্স, সেনসাস ইত্যাদি
৪) বেসিক পাটিগনিত( সুদ, অংশিদারী কারবার, স্রোতের অনুকূল-প্রতিকূল, লাভ ক্ষতি, পিতা-পূত্র বয়স,
৫) রিজনিং
৬) কারেন্ট অ্যাফেয়ার্স।
Comments
Post a Comment