কোন খেলার সাথে যুক্ত।
📘📘Ⓢক্রিড়া সম্পর্কিত প্রশ্নোত্তরⓈ📘📘
প্রশ্নঃ ইরফান পাঠান কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ স্মৃতি মন্ধনা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
প্রশ্নঃ অদিতি চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
প্রশ্নঃ পরমেশ্বরী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
প্রশ্নঃ ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
প্রশ্নঃ ঋতু রাণী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
প্রশ্নঃ রাণী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
প্রশ্নঃ বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দাবা।
প্রশ্নঃ কোনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দাবা।
প্রশ্নঃ রজত চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তিরন্দাজি।
প্রশ্নঃ দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তিরন্দাজি।
প্রশ্নঃ অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।
প্রশ্নঃ অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।
প্রশ্নঃ পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ড ও স্নুকার।
প্রশ্নঃ বিদ্যা পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ড ও স্নুকার।
প্রশ্নঃ মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস।
প্রশ্নঃ অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস।
প্রশ্নঃ হারমিত দেশাই কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ টেবিল টেনিস।
প্রশ্নঃ মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ টেবিল টেনিস।
প্রশ্নঃ পারদীপ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভারোত্তোলন।
প্রশ্নঃ মীরাবাঈ চানু কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভারোত্তোলন।
প্রশ্নঃ সজন প্রকাশ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁতার।
প্রশ্নঃ বুলা চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁতার।
প্রশ্নঃ অভিষেক বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শুটার।
প্রশ্নঃ অঞ্জলি ভাগবত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শুটার।
প্রশ্নঃ সতীশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।
প্রশ্নঃ মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।
প্রশ্নঃ ঋত্বিক ভট্টাচার্য কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ স্কোয়াশ।
প্রশ্নঃ জোশনা চিনাপ্পা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ স্কোয়াশ।
প্রশ্নঃ সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কুস্তি।
প্রশ্নঃ সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কুস্তি।
প্রশ্নঃ রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জিমন্যাস্টিক।
প্রশ্নঃ দেবযানী সামন্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জিমন্যাস্টিক।
প্রশ্নঃ নারায়ণ কার্থিকেয়ন কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কার রেসিং।
প্রশ্নঃ বাণী যাদব কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কার রেসিং।
প্রশ্নঃ রবি ভরদ্বাজ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বাস্কেটবল।
প্রশ্নঃ অপর্ণা ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বাস্কেটবল।
প্রশ্নঃ মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দৌড়।
প্রশ্নঃ দ্যুতি চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দৌড়।
প্রশ্নঃ দীপক নিবাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
প্রশ্নঃ পূজা শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
প্রশ্নঃ কল্যাণী মারেল্লা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
প্রশ্নঃ রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
Comments
Post a Comment