WBCS(2021) Mains, Paper I (Bengali)
BENGALI
LETTER WRITING , DRAFTING OF REPORTS , PRÉCIS WRITING , COMPOSITION AND TRANSLATION
PAPER - I
Time Allowed - 3 Hours
Full Marks - 200
If the questions attempted are in excess of the prescribed number , only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored . The figures in the margin indicate marks for each question .
Do not write your name , address etc. anywhere inside the answer book . Write X , Y , if necessary .
১। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুনঃ
( নাম - ঠিকানার পরিবর্তে X , Y , Z লিখুন । ) 80
( ক ) বিশ্ব জলদিবস : জলসমস্যা ও সমাধান
( খ ) পর্যটন শিল্পে অতিমারীর প্রভাব
( গ ) সাম্প্রতিক বিজ্ঞাপনের ভাষা
২। নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন :
যুদ্ধে কেবল প্রাণহানিই ঘটে না , পরিবেশও বিপন্ন হয় । 80
৩। নিম্নলিখিত অংশের সারমর্ম ( Précis ) লিখুন :
( এর জন্য দেওয়া বিশেষ Précis - sheet ব্যবহার করুন । )
সহজভাবে আপনার জীবনে প্রাত্যহিক কাজ করে যাওয়ার চেয়ে সুন্দর এবং মহৎ আর কিছু হতে পারে না । মাঠের তৃণ থেকে আকাশের তারা পর্যন্ত তাই করছে ; কেউ গায়ের জোরে আপনার সীমাকে অতিক্রম করবার চেষ্টা করছে না বলেই প্রকৃতির মধ্যে এমন গভীর শান্তি এবং অপার সৌন্দর্য বিরাজ করছে । অথচ প্রত্যেকে যেটুকু করছে সেটুকু সামান্য নয় —ঘাস আপনার চূড়ান্ত শক্তি প্রয়োগ করে তবে ঘাসরূপে টিকে থাকতে পারে , শিকড়ের শেষ প্রান্তটুকু পর্যন্ত দিয়ে তাকে রসাকর্ষণ করতে হয় । সে যে নিজের শক্তি লঙ্ঘন করে বটগাছ হবার নিষ্ফল চেষ্টা করছে না , এইজন্যই পৃথিবী এমন সুন্দর শ্যামল হয়ে রয়েছে । বাস্তবিক , বড়ো বড়ো উদ্যোগ এবং লম্বা - চওড়া কথার দ্বারা নয় , কিন্তু প্রাত্যহিক ছোটো ছোটো কর্তব্য - সমাধা দ্বারাই মানুষের সমাজে যথাসম্ভব শোভা এবং শান্তি আছে । বসে বসে হাঁসফাঁস করা , কল্পনা করা , কোনো অবস্থাকেই আপনার যোগ্য মনে না করা , ইতিমধ্যে সুমুখ দিয়ে সময়কে চলে যেতে দেওয়া — এর চেয়ে হেয় কিছু হতে পারে না । যখন মনে মনে প্রতিজ্ঞা করা যায় , নিজের সাধ্যায়ত্ত সমস্ত কর্তব্য সত্যের সঙ্গে , বলের সঙ্গে , হৃদয়ের সঙ্গে , সুখ দুঃখের ভিতর দিয়ে পালন করে যাব এবং যখন বিশ্বাস হয় তা করতে পারব , তখন সমস্ত জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে , ছোটোখাটো দুঃখবেদনা একেবারে দূর হয়ে যায় ।
৪। অনুচ্ছেদটি পাঠ করে তার ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন ঃ ১০x৪ = ৪০
বেলা দশটার মধ্যেই স্টিমার খুলনা ছেড়ে রওনা হল । এখন চলেছি মানুষের ঘরকন্নার সাথী ছবির মতো ছোটো নদী দিয়ে । দুই পাড়ে ধানক্ষেত । ধান কাটা শেষ হয়েছে । বাদামি রঙের ফাঁকা মাঠ , গোরু চরছে । মাঝে মাঝে চৌকো সরষেক্ষেত । একটু পর - পরই লোকালয় ; খোড়ো ঘর , ঢেউ তোলা টিনের ঘর — আম , নারকেল , কলাগাছে ঘেরা । স্নানের ঘাটে লোকের ভিড় ; পাড়ের উপর ছাগলছানা লাফাচ্ছে । কোথাও নদীর ধারে হাটের জায়গা ; ছোটো ছোটো টিনের চালা , গোটাকয়েক টিনের বেড়ার ঘর । পাড়ের উপর দিয়ে লোক চলাচলের পথ ; নানা বেশের লোক চলেছে — কারও মাথায় ছাতি , কারও কাঁধে মোট । আমাদের সারেং রহমত আলির নৌকা চাপা দেবার ভয় অত্যন্ত বেশি । বোধহয় কোনোদিন ও কাজ করে বিপদে পড়েছিল । কিন্তু খোঁড়ার পা - ই খানায় পড়ে । বেলা যখন দুটো , আর স্টিমার এসেছে কালিয়া গ্রামের কাছাকাছি , তখন স্টিমারের বাঁদিকের ফ্ল্যাটের সঙ্গে একখানা বড়ো পাট - বোঝাই নৌকার একটা মৃদু - রকম ঠোকাঠুকি হল । ফলে নৌকাখানি হল কিঞ্চিৎ জখম , তবে বেশি কিছু নয় । এরকম ঘটনা ঘটলে সারেংকে নিকটবর্তী পুলিশ - থানায় রিপোর্ট করতে হয় । স্টিমারের লোকজনদের মধ্যে অনেক জেলার লোক ছিল – চাটগাঁ , নোয়াখালি , কুমিল্লা , ঢাকা , ময়মনসিং । দেখলুম সকলে একমত যে , এ অঞ্চলের লোক বড়ো সহজ নয় , তিলকে তাল করে তোলার মতো কল্পনার দোর নাকি এদের প্রচুর আছে । সারেঙের ইচ্ছা , তার রিপোর্টটা ইংরেজিতে লেখা হয় । স্টিমারে চলনসই ইংরেজি লেখকের অভাব , সুতরাং ঘটনার রিপোর্টটা লিখে দিতে হল । কালিয়া স্টেশনে স্টিমার থামিয়ে স্টেশনমাস্টারবাবুকে সেই রিপোর্ট দেওয়া হল থানায় পাঠিয়ে দেবার জন্য । তাঁর মুখে শুনলুম , এখানে ইতিমধ্যেই রটে গিয়েছে যে , স্টিমার একখানা পাঁচ - শ - মনি বোঝাই নৌকা চাপা দিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে ।
( ক ) ' এখন চলেছি মানুষের ঘরকন্নার সাথী ছবির মতো ছোটো নদী দিয়ে ।'— এই যাত্রাপথে লেখকের চোখে যে ছবি ধরা পড়েছিল তা আপনার নিজের ভাষায় লিখুন ।
( খ ) ‘ এরকম ঘটনা ঘটলে সারেংকে নিকটবর্তী পুলিশ থানায় রিপোর্ট পাঠাতে হয় ।'— ‘ এরকম ঘটনা ’ - টি কী ? এই ঘটনার বর্ণনা দিন । ( গ ) ‘ ঘটনার রিপোর্টটা ' কাকে কেন লিখে দিতে হয়েছিল— লিখুন ।
( ঘ ) ' খোঁড়ার পা - ই খানায় পড়ে ’ এবং ‘ তিলকে তাল করে তোলা'— এই বাক্যাংশ দুটির অর্থ এই অনুচ্ছেদের মধ্যে কীভাবে সত্য হয়ে উঠেছিল , – নিজের ভাষায় লিখুন ।
৫। নিম্নলিখিত অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করুন : 80
Three days after the incident Col. - Gracy returned and gave the following account of the tragic disaster . " It was Sunday night . We were getting ready to go to sleep in our own cabins when the ship received a shock and I was thrown off the bed . I heard the cries of agony of the passengers of the ship . I looked at my wristwatch - it was just ten . In the midst of wailing on all sides I came to know that the ship had struck against an iceberg and had been seriously damaged . Death was inevitable . "
Comments
Post a Comment