বিষয় - নতুন এসএসসি এর SLST এক্সাম এবং এর সম্ভাব্য সিলেবাস এবং এর কোশ্চেন প্যাটার্ন ও সিলেকশন প্রসেস

 

 Probable Rules and selection process regarding Forthcoming New 2nd SLST 



◼️ নতুন এসএসসি-র নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বের হতে চলেছে |


◼️ প্রথমে 150 নম্বরের MCQ মুডে PTET হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে, নোটিফিকেশনের 2 মাসের মধ্যেই হবে (কারণ আজকের বিজ্ঞপ্তি তেই বলে দিয়েছে, Advertisement এর সময় এক্সাম ডেট ও উল্লেখ করে দেবে


◼️ PTET তে পাশ করতে পারলে অর্থাৎ 60% পেলে, তারপর নিজের সাবজেক্ট তে বসার সুযোগ পাবে | অর্থাৎ এটা বলা যায় PTet ও সাবজেক্টের এক্সাম একইদিনে হবে না 


◼️ নিজের সাবজেক্ট MCQ মুডে হবে, কিন্তু MCQ গুলোর 2 মার্কস থাকবে, মোট 45 টি MCQ প্রশ্ন থাকবে, 45×2=90 (এটা আমার একটা পাওয়া সূত্র, আর একটা সূত্র বলেছে সাবজেক্ট Descriptive হবে, 2 মার্কসের 45 টি প্রশ্ন থাকবে অর্থাৎ 45×2=90,,, তবে MCQ এর তথ্যসূত্র টা বেশি গ্রহণযোগ্য সূত্র)


◼️ 50 নাম্বারের Descriptive ইংরেজি ও বাংলা হবে না, তাই ওটা নিয়ে আর কাউকে মাথা ঘামাতে হবে না 


◼️ কোনো একাডেমিক মার্কস থাকবে না, সাবজেক্ট এর এক্সামের পর একেবারে ইন্টারভিউ 10 নম্বরের হবে | 90+10=100 (এই 100 নম্বরের ভিত্তি তেই মেরিট লিস্ট হবে)


◼️ অনেক ভেকেন্সি থাকবে 9-10 এর প্রায় 15000 মত আর 11-12 এর প্রায় 6000 (এর থেকেও বেশি হতে পারে)


◼️ যার MA তে 50% আছে সে 9-10 ও 11-12 দুটো তেই বসতে পারবে | যার M.A নেই সে যদি 9-10 তে বসতে চাই তাহলে তাকে গ্রাডুয়েশনে 50% লাগবে | পাশ কোর্স এর স্টুডেন্ট রাও 9-10 তে বসতে পারবে, তবে সে যেই সাবজেক্ট টিতে Apply করবে সেই সাবজেক্ট টিতে গ্রাডুয়েশনে 300 মার্কস পড়ে থাকতে হবে সাথে B.ed অবশ্যই থাকতে হবে কারণ ওটা বাধ্যতামূলক এখন


◼️ যাদের B.ed এখন চলছে, তারা SLST তে Apply করতে পারবে না, SLST তে apply করতে গেলে B.ed কমপ্লিট লাগে (এটা পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম)


◼️ কাল থেকেই PTET এর জন্য পড়াশোনা শুরু করে দেওয়া উচিত, কারণ হাতে খুব কম সময় এটার জন্য, সাবজেক্ট পড়ার জন্য তবুও হাতে একটু সময় পাবে যতদিন না PTET এর রেজাল্ট বের হয়||| 


◼️ PTET হবে 150 মার্কসের (Hist, Geo, Pols, Eco, EVS, Math, Life science, physics, chemistry থাকবে)


◼️ নিজের সাবজেক্ট এর সিলেবাস চেঞ্জ হবে না 


◼️ একটি ক্যান্ডিডেট দুটি এক্সামই দিতে পারে 9-10 ও 11-12... কিন্তু সিলেকশন যেকোনো একটি তে হবে, দুটি তেই যোগ্য হলে তাকে তখন 11-12 এর জন্য সিলেকশন করা হবে 


◼️ আমি তোমাদের English SLST এর কোচিং ও নোটস MCQ ও Descriptive দুটো মুডেই দেবো যতদিন না ফাইনালি Advertisement হচ্ছে এবং নিশ্চিত হচ্ছি এব্যাপারে 

Comments