মৃত্যু কত নিকটে

 

মৃত্যু কত নিকটে 



লোকটি সিয়াম রেখেছিল, সুস্থ অবস্থায় ইফতারের জন্য বসে ছিল। শরবত, অর্ধেক, কফি অর্ধেক, অর্ধেক দধি খেয়েছিলেন আর পুরো ইফতার শেষ করার আগেই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন।


একদিন আমরা চলে যাব পৃথিবীর সবকিছু নিজের মতই থাকবে। প্রত্যেকে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে এবং তোমাকে ভুলে যাবে। হয়তো তুমি সামান্য দুই একজন মানুষের স্মৃতিতে থাকবে কিন্তু অধিকাংশ মানুষই তোমাকে এড়িয়ে চলবে। তুমি জীবিত থাকাকালীনই যেহেতু অধিকাংশ আত্মীয়দের মাঝে তোমাকে নিয়ে কোনো উদ্বেগ উদ্দীপনা ছিল না তাহলে কিভাবে মনে করো তুমি মরে যাওয়ার পর তারা তোমার পরিচয় বহন করবে এবং তোমাকে নিয়ে গর্ব করবে।


তাই দুনিয়াকে ভুলতে শুরু করো, আখিরাতের জন্য প্রস্তুত হও, চূড়ান্ত প্রস্তুতি। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন আমীন।

Comments