ঈদের দিনে করণীয় সুন্নাত কাজ সমূহ :

 ঈদের দিনের সুন্নাতসমূহ : 

 

( ১ ) খুব সকালে ঘুম থেকে উঠা ।

  ( ২ ) মিসওয়াক করা । 

  ( ৩ ) গোসল করা । 

  ( ৪ ) সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা   

  ( ৫ ) খুশবু ব্যবহার করা । 

  ( ৬ ) শরীয়তের সীমার ভিতর থেকে যথাসম্ভব  

          সজ্জিত হওয়া । 

  ( ৭ ) ফজরের নামাযের পর জলদি ঈদগাহে    

          উপস্থিত হওয়া ।

   ( ৮ ) ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে 

          খোরমা / খেজুর খাওয়া ও বিজোড় সংখ্যক  

          খাওয়া । খোরমা / খেজুর না থাকলে অন্য  

          কোন মিষ্টি দ্রব্য খাওয়া । আর ঈদুল আযহার 

           দিন নামাযের পূর্বে কিছু না খাওয়া । 

   ( ৯ ) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে 

           সদকায়ে ফিতর আদায় করা ।

    ( ১০ ) ঈদের নামায ঈদগাহে পড়া । 

    ( ১১ ) ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া । 

    ( ১২ ) ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য 

              রাস্তায় ফিরে আসা ।

     ( ১৩ ) ঈদুল ফিতরে অনুচ্চস্বরে এবং ঈদুল 

                আযহায় উচ্চস্বরে তাকবীরে তাশরীক 

                 বলতে বলতে ঈদগাহে যাওয়া । 

তাকবীরে তাশরীক হলো - "আল্লাহু আকবার 

 আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার অলিল্লাহুল হামদ।"

      ( বিদ্র : ঈদের নামাযের পূর্বে নফল নামায পড়া মাকরুহ । ) 

      

দুই ঈদের রাতে ইবাদত করার ফযিলত : যে ব্যক্তি সওয়াবের আশায় দুই ঈদের রাতে

       ( ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাতে )

      

  জমত থেকে ইবাদত - বন্দেগী করবে ,

 তার কুলব ( দিন ) সেদিন ( কঠিন কিয়ামতের দিন ) মরবে না , যেদিন ( ভয়াবহ পরিস্থিতির কারণে ) সমস্ত কুলব মরে যাবে ।

         ( সুনানে ইবনে মাজাহ ১/১২৭ , হাদীস :

         

 ১৭৮২ ; বাইহাকী শুআবুল ঈমান , হাদীস : ৩৭১১ ) । শাওয়াল মাসের ছয় রোযার ফযিলত : যে ব্যক্তি রমযান মাসে রোযা রেখে শাওয়াল মাসে ৬ টি রোযা রাখবে , সে সারা বছর রোযা রাখার সওয়াব পাবে । ( সহীহ মুসলিম ১/৩৬৯ , হাদীস : ১১৬৪ ) ।

Comments