WBP Constable (2021)গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোথায় ‘আরোগ্য ভ্যান’ উদ্বোধন করেছেন? -রাষ্ট্রপতি ভবন
ভারতের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 11,400 কোটি টাকার মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেছেন? -পুনে
বিশ্বের বৃহত্তম খালের তালা উদ্বোধন করা হয়েছে কোন দেশে? - নেদারল্যান্ডস
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন শহরে প্রথম ড্রোন স্কুলের উদ্বোধন করেছেন? - গোয়ালিয়র
সম্প্রতি কোন রেলওয়ে স্টেশনটি ‘ই-রাইট স্টেশন’ শংসাপত্রের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে – চণ্ডীগড়
কোন রাজ্যে ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে? - তামিলনাড়ু
সম্প্রতি কে মানব পাচার রোধে দেশব্যাপী 'AAHT অপারেশন' শুরু করেছে? - রেলওয়ে সুরক্ষা বাহিনী
সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? - বিনয় কুমার ত্রিপাঠী
কোন রাজ্যে ‘সাগর পরিক্রমা’ কর্মসূচি 2022 উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা? - গুজরাট
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোন রাজ্যে ‘আয়ুষ ভ্যান’ উদ্বোধন করেছেন- গুজরাট
কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘ভারত ভাগ্য বিধাতা মহোৎসব’ উদ্বোধন করেছেন? - স্মৃতি জুবিন ইরানি
কোন শহরে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-চণ্ডীগড়ের উদ্বোধন করেছেন
কাকে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড 2021 দেওয়া হয়েছে? - ড্যারিল মিচেলের
বিসিসিআই টাটা আইপিএল 2022-এর অফিসিয়াল পার্টনার হিসেবে কাকে নাম দিয়েছে? - রুপে
কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে সম্প্রতি লিজেন্ডস লীগ ক্রিকেট অল উইমেনস ম্যাচ অফিসিয়াল দলের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে? - ঝুলন গোস্বামী
কাকে ICC 2022 সালের ফেব্রুয়ারী মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে? - শ্রেয়াস আইয়ার
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? - লেফটেন্যান্ট জেনারেল জিএভি রেড্ডি
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? – ডঃ মদন মোহন ত্রিপাঠী
ভারতীয় দেউলিয়া এবং দেউলিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? - রবি মিত্তল
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগারের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?- জিএ শ্রীনিবাস মূর্তি
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারনেট রেডিও ‘রেডিও অ্যাক্সিস’ কোন শহরে চালু করা হয়েছে? - নাগপুর
কোন শহরে ‘আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন সেন্টার-রুদ্রাক্ষ’ উদ্বোধন করা হয়েছে? - বারাণসী
কোন শহরে ই-গভর্নেন্স সংক্রান্ত 24তম জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়েছে? - হায়দ্রাবাদ
কোন শহরে ভারতের প্রথম মৎস্য ব্যবসা ইনকিউবেটর চালু করা হয়েছে? -গুরুগ্রাম
Comments
Post a Comment