WBP Constable (2021)মেন পরীক্ষায় যদি করতে চাও ভালো রেজাল্ট তাহলে নিচের দেওয়া জেনারেল নলেজ (GK) ও কারেন্ট অ্যাফেয়ার্স (CA) এর এই সমস্ত টপিকগুলো ভালো করে পড়তে হবে
জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক
1. পশ্চিমবঙ্গের খুঁটিনাটি সংগীত ও বাদ্য বাদক
2. বিভিন্ন রাজ্যের উৎসব ও নৃত্য এর নাম
3. ভারতের প্রথম মহিলা ও পুরুষ বিভিন্ন ক্ষেত্রে
4. বিভিন্ন খেলার সাথে যুক্ত ব্যক্তি
5. খেলার সাথে যুক্ত শব্দ , সংখ্যা ও অক্ষর
6. খেলার সাথে যুক্ত ট্রফি
7. বিভিন্ন ঐতিহাসিক স্থান
8. বিভিন্ন শিল্প বিপ্লব
9. বিভিন্ন সদর দপ্তর ও বন্দর
10. বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানী
11. বিভিন্ন রাজ্যের পশুপাখি
12. বই ও লেখক
13. বিভিন্ন রাজ্যের অভায়ারণ্য ও সঞ্চুয়ারি
14. মনীষীদের ছদ্মনাম
15. কোন শহর কি জন্য বিখ্যাত
16. বিভিন্ন ঝড়ের নাম
17. ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা ও কোন পাট
18. সংবিধানের কোন অংশ কোথা থেকে নেওয়া
হয়েছে
19. ভারতে বিভিন্ন চাষের নাম ও সময়
20. বিভিন্ন গ্রহ ও উপগ্রহের অপর নাম
21. ভারতের বিভিন্ন নদ , নদী , পাহাড় , পর্বত , ঝর্ণা
22. জলপ্রপাত, হ্রদ , সাগর , মহাসাগর, মরু অঞ্চল
23. মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল ও বনাঞ্চল
24. বিভিন্ন দিনের তাৎপর্য
25. কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের নাম
26. পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন প্রকল্প
27. বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
28. ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামী
29. ভারতের সুলতানি যুগ ও মোগল যুগ
30. বিভিন্ন বৈজ্ঞানিক ও তাদের আবিষ্কার
31. পদ্মভূষণ , পদ্মভূষণ , পদ্মশ্রী , পরম বীর চক্র পুরস্কার, বিরচক্র, নোবেল পুরস্কার ,দ্রোণাচার্য পুরস্কার, অস্কার পুরস্কার আরো বিভিন্ন পুরষ্কার ও সম্মানিত ব্যক্তিদের নাম
32. ভারতের উচ্চতম, নিম্নতম, দীর্ঘতম , ক্ষুদ্রতর
Comments
Post a Comment