THE CONSTITUTION OF INDIAN PREAMBLE(ভারতের সংবিধান প্রস্তাবনা)
THE CONSTITUTION OF INDIAN PREAMBLE
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens : JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity and to promote among them all - FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation; IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUON.
ভারতের সংবিধান প্রস্তাবনা
আমরা , ভারতের জনগণ , ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার ; চিন্তা , মতপ্রকাশ , বিশ্বাস , ধর্ম এবং উপাসনার স্বাধীনতা ; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি - সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে ; আমাদের গণপরিষদে , আজ , ১৯৪৯ সালের ২৬ নভেম্বর , এতদ্বারা এই সংবিধান গ্রহণ করছি , বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি ।
Comments
Post a Comment